
বেনাপোল সংবাদদাতা।।
আজ শার্শা থানার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের কাছে পৌঁছে দিতে এক উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে তিনি বাহাদুরপুর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সাহেব আলী খানের কবর জিয়ারত করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন।
উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন, আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব— তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।” তিনি বলেন, “একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে— তারা ছদ্মবেশে ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “৩১ দফায় ঘোষিত কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। সেখানে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের জন্য ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসহ সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।”
স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে গ্রামীণ পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিককে শক্তিশালী করা হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।”
বাহাদুরপুর বাজারের উঠান বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি বাহাদুরপুর ইউনিয়নেরই আরেকটি বাজার শাখারীপোতা বাজারে দ্বিতীয় এক উঠান বৈঠকে অংশ নেন। সেখানেও তিনি একইভাবে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
উক্ত উঠান বৈঠক দু’টিতে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব জনাব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, শার্শা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শাফা খা, শার্শা থানা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী এবং যুব নেতা ইমতিয়াজ আহমেদ রিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মণ্ডল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, ছাত্রনেতা খাদেমুল বাসার সুমনসহ শার্শা থানা ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
