
মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর বাজার ও শিকারপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠক দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি।
বক্তব্যে তিনি বলেন—
> “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ঐক্যবদ্ধ কর্মী। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা মাঠে আছি, থাকব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ধানের শীষ মানে জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার।”
তিনি আরও বলেন—
> “দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হচ্ছে নতুন বাংলাদেশের রূপরেখা। এই ৩১ দফাই জনগণের জীবনে পরিবর্তনের প্রতিশ্রুতি, ন্যায় ও স্বচ্ছতার পথে জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।”
উঠান বৈঠক শেষে লক্ষণপুর ও শিকারপুর বাজারে জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
দিনব্যাপী এই কর্মসূচি ঘিরে উভয় বাজারেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা “ধানের শীষের বিজয় হোক, গণতন্ত্র মুক্তি পাক”—এই স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের শার্শা থানা সভাপতি আনসার আলী, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. বিপ্লব মন্ডল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, এবং লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সহ-সভাপতি আক্তারুজ্জামান ও কবির উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
জনগণের বিপুল উপস্থিতি ও তৃপ্তির অনুপ্রেরণামূলক বক্তব্যে দুই বাজারেই সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য—যেন ধানের শীষের বিজয়ের বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে।
