

আপন সরদার টঙ্গীবাড়ী।।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের নিয়ে নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হাসাইল ঘাট থেকে ট্রলার ছেড়ে প্রথমে শরীয়তপুরের জাজিরা ইউনিয়নের চিডারচরে নৌকায় চড়ে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা হয়। পরে দুপুর ২ টায় হাসাইল নগরজোয়ার এলাকায় জেলা ও উপজেলার সাংবাদিকরা ২ ভাগে ভাগ হয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এরপর সেখানে গোসল ও মধ্যাহ্নভোজ সেরে নওপাড়া কাশবন টিলায় গিয়ে সাংবাদিকরা গ্রুপ ছবি ও সেলফি তোলে বিকেল ৫ টায় দিঘিরপাড় ট্রলার ঘাটে এসে চা পান শেষ করে সন্ধ্যা ৬ টায় হাসাইল ঘাটে গিয়ে নৌ-ভ্রমন এর ইতি টানেন। চলতি পথে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানের তালে তালে নৌ-ভ্রমন কে আরো মনোমুগ্ধকর করে তোলেন সংগীত শিল্পী পার্থ সারথি রায় ও লালচান দাস। মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন,সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ,সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম সহ জেলা ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরাও নৌ-ভ্রমনে উপস্থিত ছিলেন।