
রহিমা খাতুন,তেরখাদা,খুলনা।।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ বুধবার সকাল ১১ টার দিকে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আঁখি শেখ ও উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধে শ্যাম ঘোষ, তথ্য আপা তাছলিমা খাতুন, এসিস্ট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান,দলিত সংস্থার প্রোগ্রাম অফিসার মঞ্জুরুল ইসলাম, ছাত্রী যথাক্রমে লুৎফুন্নেছা, মালীহা শরীফ,নাফিসা জিয়া ও রুবাইয়া মীম রোজা।
