

মাদারীপুর প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক জনসভা করছে জাকের পার্টি। এরই অংশ হিসেবে মাদারীপুরে দুইটি পৃথক স্থানে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ডাসার উপজেলার বাশকান্দি ও শিবচর উপজেলার মাতবরেরচর এলাকায় জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে বক্তারা জনগণের কাছে জাকের পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনে গোলাপ ফুল মার্কাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সদর থানা সভাপতি মিন্টু সিকদার, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন শিকদার, ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আজাহার উদ্দিন, ফরিদপুর সাংগঠনিক বিভাগের সম্পাদিকা ও জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী নিসি জামানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ডাসারের কাজীবাকাই এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আগামি নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।