

মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলমা ইউনিয়নের মিজানুর রহমান সিনহার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার অপুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু মহাদেব গোপ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, লৌহজং উপজেলা শাখার সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জীব মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য বাবু বিমল চন্দ্র পাল, টঙ্গিবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ, সাধারণ সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, লৌহজং পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ্ঞ কুমার সিংহ অমিত, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব সাহা।
মতবিনিময় সভা শেষে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলার ৮৬ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট উপহার সরুপ নগদ অর্থ তুলে দেন বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা।