

টংগিবাড়ী সংবাদদাতা।।
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পিকআপে গাঁজা পরিবহনের সময় ১২কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বেতকা ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মো. লোকমান হোসেন (২৯) ও মো. রুহুল আমিন (৩১)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ১৩ পোটলা গাঁজা, যার ওজন ১২ কেজি এবং মাদক দ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরন করা হবে।