

জামাল উদ্দীন, কক্সবাজার।।
কক্সবাজার শহরে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রঞ্জন চাকমা (৩৮)কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বিরেল চাকমা (৩৫)। পরে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ঘাতক বিরেল চাকমাকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী কালো দেবী চাকমা রাঙামাটি জেলার বাসিন্দা। কয়েকদিন আগে পাওনা টাকা আদায়ের কাজে কক্সবাজার এসে তারা বিরেল চাকমার বাসায় অবস্থান করছিলেন।
জানা যায়, বিরেল চাকমা কয়েকদিন ধরে কালো দেবীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। ঘটনার রাতে বিরেল ও রঞ্জন চাকমা একসাথে মদ্যপান করছিলেন। একপর্যায়ে মাতাল অবস্থায় বিরেল কালো দেবীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। তখন রঞ্জনের সঙ্গে বিরেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরেল ধারালো দা দিয়ে রঞ্জনের মাথা ও গলায় সজোরে কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরবর্তীতে রঞ্জনের স্ত্রী বাধা দিতে গেলে তার হাতে আঘাত লাগে। এরপর তাকে ঘরের বাইরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বিরেল। পরে কালো দেবী কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং বিরেলকে পালানোর সময় আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।