Thursday, August 14, 2025
HomeScrollingশিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরনকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা

শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরনকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে জয়বাংলা স্লোগান দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর  আওয়ামী লীগের লোকজন হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার(১১ আগস্ট) রাত ৮ টার দিকে জেলার  শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও হামলায় আহতরা জানান, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে লিফলেট বিতরনকালে  শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে  নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা সুমন ফকিরের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকটি হয়। এক পর্যায়ে জয়বাংলা শ্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে  ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত একাধিক ব্যক্তি বলেন,’তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এসময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ (বর্তমানে পৌরসভা) এর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্র লীগের নেতা সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল।
এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি, আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের টিম রয়েছে।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments