Thursday, August 7, 2025
HomeScrolling‎নানা আয়োজনে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান

‎নানা আয়োজনে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান

‎মাদারীপুর প্রতিনিধি।।

‎৩৬ জুলাই দিবস২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে  মঙ্গলবার সকাল ৯ টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সুচিয়ারভাঙ্গা এলাকায় শহীদ তাওহিদ সন্যামাদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার, পুলিশ সুপার মোহাম্মাদ নাঈমুল হাছান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এছাড়া মাদারীপুরের আরও ৬ জন শহীদ রোমান বেপারী,শহীদ মো: নাইমুর রহমান, ‎শহীদ মামুন সরদার,শহীদ ইসমাইল হোসেন রাব্বি,
‎শহীদ সৈয়দ নাজমুল হাসান,শহীদ মো: আশরাফুল হাওলাদার শহীদদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন অন্যান্য জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এরপর সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
‎মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এসময় অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আলোচনা শেষে শহীদ ও শহীদ পরিবার, আহত ও আহতদের পরিবারদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এবং দোয়া শেষে  মধ্যাহ্নভোজ আয়োজন করেন মাদারীপুর জেলা প্রশাসন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments