Saturday, August 2, 2025
HomeScrollingমাইলস্টোনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা

মাইলস্টোনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে দুই উপদেষ্টা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন শিক্ষার্থীরা। বর্তমানে তারা স্কুলের ভেতরে অবস্থান করছেন।

উপদেষ্টারা মাইলস্টোনের ভবন-৫ এ আছেন। সেখানে বৈঠকে বসেছেন। আর শিক্ষার্থীরা বাইরে বিক্ষোভ করছেন।

উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হিসেবে জানা গেছে, আজকের এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি হওয়া। এছাড়া সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

একদিন আগে কলেজ ক্যাম্পসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন। এসময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এত বড় দুর্ঘটনা ঘটলো—কেউ দায় নিচ্ছে না। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এ অবিচারের বিচার চাই।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments