Saturday, August 2, 2025
HomeScrolling‎মাদারীপুরে শহীদদের স্মরণে শহীদী স্পটে নিরবতা ও দোয়া

‎মাদারীপুরে শহীদদের স্মরণে শহীদী স্পটে নিরবতা ও দোয়া


মাদারীপুর প্রতিনিধি।।
‎ মাদারীপুরে গত বছরের ১৯ জুলাই রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত শহীদ হয়। সেই উপলক্ষে গতকাল বিকালে শহীদদের স্মরণে শহীদী স্পটে (খাগদী, যুব উন্নয়ন) এসে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে । এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং শহীদ তাওহীদের বাড়ীতে তার বাবা ও ভাইদের সাথে নিয়ে কবর জিয়ারত করে জান্নাতুল ফেরদৌসের আল্লাহ কাছে দোয়া করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সংগঠক বিপ্লব, সদস্য ইয়াসিন আরাফাত, সদস্য হাসিব ও অন্যান্য। এসময় তারা বলেন,আমরা যেনো তাদের অবদান ভুলে না যাই ; তাদেরকে হৃদয়ে লালন করবো ইন শা আল্লাহ।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments