মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে গত বছরের ১৯ জুলাই রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত শহীদ হয়। সেই উপলক্ষে গতকাল বিকালে শহীদদের স্মরণে শহীদী স্পটে (খাগদী, যুব উন্নয়ন) এসে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে । এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং শহীদ তাওহীদের বাড়ীতে তার বাবা ও ভাইদের সাথে নিয়ে কবর জিয়ারত করে জান্নাতুল ফেরদৌসের আল্লাহ কাছে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সংগঠক বিপ্লব, সদস্য ইয়াসিন আরাফাত, সদস্য হাসিব ও অন্যান্য। এসময় তারা বলেন,আমরা যেনো তাদের অবদান ভুলে না যাই ; তাদেরকে হৃদয়ে লালন করবো ইন শা আল্লাহ।
মাদারীপুরে শহীদদের স্মরণে শহীদী স্পটে নিরবতা ও দোয়া
RELATED ARTICLES
Continue to the category