আজাদুল হক আজাদ ,উলিপুর(কুড়িগ্রাম)
“মেয়েরা পড়বে, সমাজ গড়বে — আজ স্কুলে যাবে, কাল নেতৃত্ব দেবে!” প্রতিপাদ্য নিয়ে দুর্গাপুর ইউনিয়নের গোড়ায় রঘুরায় উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দুর্গাপুর ইউনিয়নের গোড়ায় রঘুরায় উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুর্গাপুর সমাজকল্যাণ সংস্থার সভাপতি জনাব আলম বাদশা এবং যুব সংগঠনের সভাপতি জনাব আজাদুল হক আজাদ.
তাঁদের অনুপ্রেরণামূলক কথায় শিক্ষার্থীরা পেল নতুন আশার আলো, আর সমাজ পেল সচেতনতার স্পষ্ট বার্তা। শিক্ষা, সচেতনতা ও সামাজিক ঐক্যই পারে বাল্যবিবাহের অবসান ঘটাতে। এসো, কন্যাশিশুর শিক্ষার পথে তৈরি করি নিরাপদ ভবিষ্যৎ।