 
        
জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে সিঙ্গারের ৫২১তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বাইপাস এলাকায় নতুন শোরুমের উদ্বোধন করেন সিঙ্গারের এরিয়া ম্যানেজার আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, সিঙ্গারের ডিস্ট্রিক্ট ম্যানেজার রুহুল কুদ্দুস, ভবন মালিক মাহফুজুর ইসলাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টেলিভিশন ,রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (AC) ওয়াশিং মেশিন ,মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকারসহ সিঙ্গারের সকল পণ্য পাওয়া যাবে এই শোরুমে। বিশেষ করে ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ অফার।
নতুন শোরুমের উদ্বোধনের দিনেই গ্রাহকদের বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই লক্ষাধিক টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানান শোরুম কর্তৃপক্ষ। এতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ।
সিঙ্গারের কর্তৃপক্ষ আশা করছে, জামালপুরের এই নতুন শাখা গ্রাহকদের সেরা মানের পণ্য ও সেবার নিশ্চয়তা প্রদান করবে এবং শহরের বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
এসময় বক্তারা বলেন , সিঙ্গার ব্র্যান্ড সবসময় গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টির প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে এবং আমরা আশা করছি এই নতুন শাখার মাধ্যমে জামালপুরবাসী আরও উন্নত ও আধুনিক সেবা পাবেন।
এছাড়া শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, এই নতুন শোরুমের উদ্বোধনের মাধ্যমে সিঙ্গার জামালপুরের গ্রাহকদের কাছে তাদের পছন্দের পণ্য সরবরাহের পাশাপাশি, বিভিন্ন অফার এবং বিশেষ ছাড়ের মাধ্যমে শপিং অভিজ্ঞতাকে আরো স্মরণীয় করে তুলবে।

 
         
         
        