মাদারীপুর প্রতিনিধি।।
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মাদারীপুরে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), মাদারীপুর জেলা সমাজসেবা সহকারী পরিচালক আফজাল হোসেন, সিভিল সার্জন প্রতিনিধি মো. খলিলুলজামান হিমুসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসম জেলার ওয়াকাথন বিজয়ীদের পুরস্কার স্মারক বিতরণ করা হয়সহ জেলার উপকারভোগী ৭ জনকে ৫০ হাজার টাকা করে ক্ষুদ্র বিতরণ করা হয়।