
জামালপুর সংবাদদাতা
জামালপুর জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ক্রেস্ট প্রদান করেছেন জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের নিজ নিজ দপ্তরে গিয়ে তারা এ সৌজন্য সাক্ষাৎ ও ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতির সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, গোলাম রব্বানী, আমিনুল ইসলাম, আজিজুর রহমান, সাইদুর রহমান, আজিজুর রহমান, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।
এসময় নিকাহ্ রেজিস্ট্রার পেশাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।
