গ্রেফতার অপহরণকারী মো.ইয়াছিন শিকদার ওরাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মো. ইয়াছিন শিকদার (২৭) নামে এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে ।
গতকাল মঙ্গলবার রাত ৮ টায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
এর আগে গতকাল ভিকটিম মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটার ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু শিকদার ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮টা ৫০মিনিটে মধ্য বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়। সকাল আনুমানিক ৯.০০ টার সময় তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে গ্রেপ্তারকৃত ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে মিন্টু শিকদারকে জোরপূর্বক একটি সাদা CHR গাড়িযোগে অপহরণ করে নিয়ে যায়। এসময় তার মামাতো ভাই মো. আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
পুলিশ জানায়, অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ৮ টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াছিন শিকদারকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, অপহরণকারী ইয়াছিন শিকদার একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো। সে অর্থ আত্মসাৎ করার উদ্দেশে ভিকটিম মিন্টু শিকদারকে অপহরণ করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃত ইয়াছিন শিকদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।