
জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ফাইজার টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের মির্জা আজম অডিটরিয়ামে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
জামালপুর সিভিল সার্জনের আয়োজনে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডা প্রণয় কান্তি দাস, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরা মুস্তারী ইভা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উত্তম কুমার সরকার প্রমুখ।
সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, প্রথম দিন সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫শ জন পরীক্ষার্থীকে করোনার টিকা দেয়া হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। আগামী ৫ দিনে জেলার ২৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেয়া হবে। টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান সিভিল সার্জন।
টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন সদর ও বকশীগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন দেওয়া হবে।
টিকা নিতে আসা শিক্ষার্থীরা জানান, পরীক্ষার আগে ভ্যাকসিন গ্রহন করতে পেরে আমার অনেকটাই নিশ্চিন্ত। কোন রকম ঝুঁকি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবো।
জানা যায়, আগামী সপ্তাহ থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।
