Tuesday, July 1, 2025
HomeScrollingমাদারীপুরে করোনাভাইরাস সংক্রমন রোধে ব্যতিক্রমী উদ্যোগ॥ গত ২৪ ঘন্টায় কেউ হোম...

মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমন রোধে ব্যতিক্রমী উদ্যোগ॥ গত ২৪ ঘন্টায় কেউ হোম কোয়ারেন্টাইন যায়নি॥ কেউ আক্রন্ত হয়নি

স্টাফ রিপোর্টার।
মাদারীপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে গ্রাম পর্যায়ে বাড়ছে সচেতনতা। সদর উপজেলার পাঁচখোলা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে পাঁচখোলা যুব কল্যাণ সমবায় সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ম্বেচ্ছায় এগিয়ে এসেছে। সংগঠনের সদস্যরা ওই গ্রাম বাঁচাতে নিয়েছেন নানা উদ্যোগ। গ্রামের বিভিন্ন স্থানে করোনা সম্পর্কে সতর্কতামূলক পোষ্টার টাঙিয়ে দিয়েছে। জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। গ্রামের যাতায়াত পথের মুখে বসিয়েছে একাধিক তল্লাসী চৌকি। জরুরী প্রয়োজনে কেউ গ্রামে ঢুকলে বা বের হলে তাদের মাস্ক পড়তে উৎসাহিত করা হচ্ছে এবং সাবান দিয়ে হাত ধুয়ে দিচ্ছে সংগঠনের কর্মীরা। গ্রামের কেউ যাতে ঘর থেকে বাইরে বের হয়ে আড্ডা না দেয় সেজন্য সচেতনা সৃষ্টি করছে। গত ২৪ ঘন্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি।
সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম উজ্জল বলেন, ‘একান্ত জরুরী প্রয়োজনে কেউ বাইরে গেলে তাকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে অথবা হাতে জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হচ্ছে। আবার বাইরে থেকে ফিরে আসলেও একইভাবে হাত পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিশ^াস করি সচেতনতাই করোনাভাইরাস সংক্রমন রোধ করতে পারবে।’
এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, গ্রামবাসীর এই উদ্যোগ অবশ্যই ভালো। তবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন জরুরী সেবা বাঁধাগ্রস্থ না হয়।

এদিকে বুধবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা থেকে এ পর্যন্ত ৫৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে। ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে একজনের পজেটিভ রিপোর্ট চারদিন পূর্বে পাওয়া গেছে। বাকি ৩৪ জনের সবাই নেগেটিভ। গত ২৪ ঘন্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। ৩৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে মাদারীপুরে হোম কোয়ারেন্টে আছেন ১৩৬ জন। আইসোলেশনে আছে ৩ জন। সর্বমোট হোমকোয়ারেন্টাইনে ছিল ১৪২৪ জন। কোয়ারেন্টাইন শেষ করেছে ১২৮৮ জন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments