 
        
মুন্সীগঞ্জ সংবাদদাতা ।।
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর নির্দেশে কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর মাদবর ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লার নেতৃত্বে মালিগাঁও থেকে শুরু হয়ে ভাঙ্গনিয়া হয়ে কামারখাড়া বাজার ও আদাবাড়ি বাজারে এসে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 
         
        