
নুর মোহাম্মদ,সুনামগঞ্জ।।
শারদীয় দুর্গোৎসবে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়
সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি দিনব্যাপী উপজেলার একাধিক পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতনী ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পূজা আয়োজক ও ভক্তদের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন—
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের সমাজে সব ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। বিএনপি সবসময় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী। তারেক রহমান সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”
এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও সাধারণ মানুষ বিএনপি নেতার এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সবসময় এভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে পাশে থাকেন, তাহলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের সময় ছাতক উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
