

আপন সরদার টঙ্গীবাড়ী।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ব্রাকের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও রেডক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমে অংশ নেয় বিডি ক্লিন ও যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।
বিডিক্লিন মুন্সীগঞ্জ শাখার ভলান্টিয়ার আসিফ হোসেন বলেন, ডেঙ্গু সচেতনতায় উপজেলা পরিষদ এবং টঙ্গীবাড়ী স্বাস্থ্যকমপ্লেক্স এর আঙিনা ক্লিন করে মানুষ কে সচেতনতার বার্তা দিয়েছি যাতে ডেঙ্গু কিভাবে ছড়াতে পারে তা সম্পর্কে সবাই অবগত থেকে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে।
রেডক্রিসেন্ট সোসাইটির টঙ্গীবাড়ী ইউনিট এর আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান জিহাদ হাসান বলেন, আজকে আমরা দুইটা সংগঠন মিলে কাজ করলাম। এই কার্যক্রমের শুরু থেকেই ব্রাক আমাদের পাশে ছিলো। চমৎকার ভাবেই আমরা এই কাজ সম্পূর্ণ করলাম। আমরা চেষ্টা করছি সামনেও সম্মিলিত ভাবে হোক বা একক ভাবে হোক আমরা এই ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাবো।
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ব্রাকের সহযোগিতায় বিডিক্লিন ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা যেই কাজ করতেছে এজন্য তাদের কে সাধুবাদ জানাই। তাদের এই মন মানুষিকতা এটা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সবাই যদি সবার বাড়ির আশপাশ পরিষ্কার করে রাখি তাহলে ডেঙ্গু ছড়াতে পারবেনা।