

আপন সরদার টঙ্গীবাড়ী।।
টঙ্গীবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এ শুভেচ্ছা বিনিময় হয়।
সংগঠনের সদস্যরা বলেন, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে থানার সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছি। টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবসেবায় পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, নবাগত ওসি মহোদয়ের নেতৃত্বে টঙ্গীবাড়ী উপজেলা আরও নিরাপদ ও সেবামুখী হয়ে উঠবে।
এসময় নবাগত অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম সকল মানবিক কাজের পাশে থাকার আশ্বাস দেন।