Saturday, August 2, 2025
HomeScrollingঅর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্য বান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ

অর্থের বিনিময়ে পলাশবাড়ীর খাদ্য বান্ধব ডিলার নিয়োগ দিয়ে লাপাত্তা টিসিএফ

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অর্থের বিনিময়ে ও ভাগ বাটোয়ারার মাধ্যমে ব্যবসায়ী নন এমন ব্যক্তিদের ডিলার হিসাবে নিয়োগ প্রদানের পর হতে নিজ কার্যালয়ে আসছেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) মমিনুর রশিদ সিদ্দিকী। এ নিয়োগ প্রদানের পর হতে তিনি গত ৪দিন যাবৎ লাপাত্তা রয়েছেন।

সূত্রে প্রকাশ,খাদ্য মন্ত্রণালয়ের ১২ই মার্চ ২০২৫ খ্রি. তারিখের ১৩,০০,০০০,০০০,০৪৬,৩৬,০০০১,২০.৮৩ নং স্মারক ও খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা,২০২৪ এর নীতি ৫ এর উপনীতি ৫.২ এর ক্রমিক (ট) অনুযায়ী উপজেলা কমিটির অনুমোদনক্রমে পলাশবাড়ী উপজেলার ৮ (আট)’টি ইউনিয়নের জন্য খাদ্য বান্ধব ২১ জন ডিলার নিয়োগ করার আদেশ প্রদান করেন।

গত ৯ই জুলাই ২০২৫ ইং তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমিনুর রশিদ সিদ্দিকী স্বাক্ষরিত পত্রে এ নিয়োগ চুড়ান্ত করা হয়। এরপর হতে স্থানীয় ব্যবসায়ীরা উক্ত নিয়োগ বাতিলের ও লটারির মাধ্যমে ডিলার নিয়োগের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

তবে অনিয়মের বিষয়ে জানাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও নিয়োগ কমিটির সদস্য সচিব মমিনুর রশিদ সিদ্দিকী’কে একাধিক বার ফোন করে বা অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এবিষয়ে খাদ্য কর্মকর্তা বলতে পারবেন।

উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে খাদ্য বান্ধব ডিলার নিয়োগের আবেদন করেন মোট ৮২ জন ব্যবসায়ী। এর মধ্যে হতে অর্থের বিনিময়ে ও ভাগ বাটোয়ারা করে ব্যবসায়ী নন এমন ব্যক্তিসহ ২১ জন’কে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ প্রদান করায় ব্যবসায়ী সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং পলাশবাড়ীতে সর্ব মহলে সমালোচনার ঝড় বওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী সহ সচেতন অভিজ্ঞমহল সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments