Sunday, July 13, 2025
HomeScrollingপাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরে বিক্ষোভ...

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি।।

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেলের (মিটফোর্ড) প্রধান ফটকে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেট ও মাদারীপুর সরকারি কলেজ গেট থেকে ইসলামী যুব আন্দোলন ও ছাত্র জনতার উদ্যোগে ‍‌বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ইটেরপুল রফিক সুপার মার্কেট ও কলেজ গেট থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।

মাদারীপুর শহরজুড়ে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তারা জানান, “রাজনৈতিক প্রশ্রয়ে এমন নৃশংস ঘটনা ঘটানো শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বড় পরিচয়। আমরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্র জনতার পক্ষ থেকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, সাধারণ ছাত্র-জনতা আবু আলীম ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আসাদুজ্জামান সাইফ। এসময় ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা এস এম আজিজুল হক, মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ সোহেল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments