Sunday, July 13, 2025
HomeScrollingকুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের  ফল উৎসব  

কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের  ফল উৎসব  

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম সরকারি কলেজে মৌসুমী ফল উৎসব করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলা শাখার নব গঠিত কমিটি।

বুধবার (৯ জুলাই)  সকাল ১২ টায় সকল শিক্ষার্থীদের আপ্যায়নের জন্য এই ফল উৎসবের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই উৎসবে ক্যাম্পাসে আগত ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা প্রথমবারের  মতো ক্যাম্পাসে এরকম একটি ফল উৎসব আয়োজনের জন্য আনন্দ প্রকাশ করেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান জানান, শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে তাদের এই মৌসুমী ফল উৎসবের আয়োজন৷

ফল উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সাদিকুর রহমান, মুখ্য সংগঠক খন্দকার আল ইমরান, রাজ্য জ্যোতি, হামীম হাদী, মেহেদী হাসান প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments