

ডেস্ক রিপোর্ট-
মাদারীপুরের রাজৈরে করোনা ভাইরাসের গৃহবন্দি হতদরিদ্র দুই হাজার পরিবারের মাঝে খাবার সহয়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে রাজৈরের বাজিতপুরে সোহাগ অটো রাইস মিলের পক্ষ থেকে এই খাবার সহয়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান মোতালেবা মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী হালিম ফকির, বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীউজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা কামরুল আহাসান মুকুল সহ অনেকেই।
খাদ্য সহয়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, ওষুধসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। করোনা ভাইরাস আতঙ্কে বাজিতপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়ে। বিনামূল্যে অসহায় মানুষ এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা।