

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর)..
মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার নবাগত ইউএনও আলমগীর হোসেনকে নিজের লেখা বিভিন্ন প্রকার দেশাক্তবোধক কবিতা উপহার দিলেন কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা মোঃ মালেকুজ্জামান মালেক। আমাদের স্বাধীনতা ও আল্লার দ্বীদার লাভে কোরবানীসহ বিভিন্ন শিরোনামে সময়পযোগী বেশ কিছু লেখা কবিতা আজ মঙ্গলবার সকালে ইউএনও কার্যালয় বসে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার হাকিম তালুকদার, মুক্তিযোদ্ধা আবদুল খালেক হাওলাদার ও মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন প্রমুখ।