
আল ইমরান গোপালগঞ্জ:
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য গাঁজাসহ মো. কওসার (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মো.কওসার পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁসবাড়িয়ার গ্রামের ফজলুল শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মঙ্গলবার (২৭’জানুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়ক এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী সমন্বয় গঠিত যৌথভাবে চেকপোস্ট পরিচালনা মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস-ট্রাকসহ সকল যানবাহনে বিশেষ তল্লাশি অভিযান চালায়।
তল্লাশি অভিযান চলাকালে, ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম এক্সপ্রেস নামক বাসের যাত্রী মো. কওসার নামে এক মাদক কারবারির কাছথেকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান সম্পর্কে টুঙ্গিপাড়া সেনাক্যাম্প জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত এই তল্লাশি চালানো হচ্ছে। চালকদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধারনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে টুঙ্গিপাড়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
