
মাহমুদুল হাসান মুক্তা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকা ১৪২, জামালপুর-০৫ (জামালপুর সদর উপজেলা)-এ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠ পর্যায়ে নিয়মিত সরেজমিন পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জামালপুর সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোঃ ইকবাল মাহমুদ ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কমিটির কার্যক্রম শুরু করেন।
এরই ধারাবাহিকতায় তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে নির্বাচন সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অদ্য জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সদর উপজেলার নান্দিনা, শরীফপুর ও রানাগাছা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেন কমিটির সদস্যরা।
মাঠপর্যায়ে অনুসন্ধান কমিটির কার্যক্রমে সাধারণ জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন ও সার্বিক পরিবেশ নিয়ে সরেজমিনে খোঁজখবর নেন কমিটির প্রধান।
অনুসন্ধান কমিটির টিমের সদস্য ও অর্থঋণ আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ ওয়াহিদুজ্জামান (রবিন) জানান, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত। প্রতিদিনই কমিটির টিম মাঠে বের হয়ে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনীসহ স্ট্রাইকিং ফোর্স সার্বিকভাবে অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সহযোগিতা করছে। বর্তমানে জামালপুর সদর উপজেলায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও অনুকূলে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অনুসন্ধান ও বিচারিক কমিটির এই নিয়মিত মাঠপর্যায়ের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
