
মোঃ সবুজ সরকার সৌরভ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইনিন নাহার নিপার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একজন প্রার্থীর নির্বাচনী বৈধতা ফিরে আসেনি, বরং ঘাটাইলের রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক অনন্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে সার্বিক দিক বিবেচনায় আইনিন নাহার নিপার মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়। এর ফলে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনে অংশগ্রহণের পথে তার সামনে আর কোনো আইনগত বাধা রইল না। প্রথম দফায় যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হলেও ন্যায়বিচারের ওপর আস্থা রেখে তিনি নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আপিল শুনানিতে তার পক্ষে রায় প্রদান করা হলে প্রার্থিতা পুনর্বহাল হয় এবং সেটিই আজ ঘাটাইলবাসীর জন্য পরিণত হয়েছে এক ঐতিহাসিক আনন্দের সংবাদে। মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ এটিকে শুধু একটি প্রার্থীর জয় নয়, বরং সত্য, ন্যায় এবং সাহসের জয় হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, এই বৈধতা প্রমাণ করেছে যে সত্য ও ন্যায়ের পথে থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জন সম্ভব। প্রতিক্রিয়ায় আইনিন নাহার নিপা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচারের ওপর আস্থাশীল ছিলেন এবং নির্বাচন কমিশন সেই ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, ঘাটাইলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান এবং জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। এই মনোনয়ন বৈধ হওয়ার ঘটনাকে ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও স্মরণীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। কারণ এই আসনের সংসদীয় ইতিহাসে আইনিন নাহার নিপাই প্রথম নারী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান রাজনীতির ধারা ভেঙে তার এই সাহসী পদক্ষেপ ঘাটাইলের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। বিশেষ করে নারী ভোটার ও তরুণ সমাজের মধ্যে তাকে নিয়ে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি শুধু একজন প্রার্থী নন, বরং নারী নেতৃত্বের প্রতীক এবং পরিবর্তনের বার্তাবাহক। আইনিন নাহার নিপা ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকীর কন্যা। বর্তমানে তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় বসবাস করছেন। তার হলফনামার তথ্য অনুযায়ী, তিনি একজন শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী। বিবিএ পাস করা এই নারী প্রার্থীর নগদ অর্থ, অস্থাবর ও স্থাবর সম্পদের হিসাবও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, যা তার আর্থিক স্বচ্ছতার প্রমাণ দেয়। তিনি বিবাহিত এবং তার স্বামী একজন ব্যবসায়ী। মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই ঘাটাইল-৩ আসনে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নতুন গতি এসেছে। ঘাটাইল ও সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ ও মতবিনিময় করেন, যেখানে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পথসভা, করমর্দন, কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি মানুষের কাছে তার পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন। গণসংযোগে অংশ নেওয়া অনেকেই জানান, অরাজনৈতিক ভাবমূর্তি, মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নমুখী চিন্তাধারা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন, যা সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করছে। আইনিন নাহার নিপা বারবারই উল্লেখ করেছেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে আসেননি, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং ঘাটাইলকে এগিয়ে নেওয়াই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, ঘাটাইলের মানুষের দোয়া ও ভালোবাসাই তার শক্তি এবং তিনি স্বচ্ছ, শান্ত ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। মনোনয়ন বৈধ হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই আশা প্রকাশ করছেন, জনগণের সমর্থন পেলে আইনিন নাহার নিপা ঘাটাইলকে উন্নয়ন, স্বচ্ছতা ও মানবিকতার এক নতুন দৃষ্টান্ত উপহার দেবেন। সব মিলিয়ে বলা যায়, নানা বাধা পেরিয়ে মনোনয়ন বৈধ হওয়া, ইতিহাসের প্রথম নারী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অবতরণ এবং গণসংযোগে বিপুল সাড়া পাওয়া—সবকিছু মিলিয়ে আইনিন নাহার নিপা আজ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এক অজেয় ইতিহাস সৃষ্টির পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন।
