
শেখ মোঃ ইমরান:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুইদিন পর বাঁস বাগান থেকে শিশু সিনথিয়ার মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
গতকাল (৬’জানুয়ারী) মঙ্গলবার বিকাল ২ টা ৪৫ মি. সময় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজীর বাঁস বাগান থেকে নিখোঁজ সিনথিয়া (৯) এর মরদেহ উদ্ধার করে এসআই বোরহান ও নূর আলমের নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।
কাশিয়ানী থানার ওসি তদন্ত শেখ তাজউদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলতি মাসের গত (৪’জানুয়ারী) সিনথিয়া নিখোঁজ হয়। নিখোঁজ শিশু সিনথিয়ার মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এসআই বোরহান’কে তদন্তের দায়িত্ব দিলে তিনি সরেজমিনে তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করার সময় ফুকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোড়া কাজীর বাঁস বাগানে নিখোঁজ সিনথিয়ার মরদেহের খোঁজ মেলে। পরে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাজিব নামের একজনকে গ্রেফতার করা হয়ছে।
