
শার্শা(যশোর) সংবাদদাতা:
শার্শা উপজেলার অন্তর্গত ডিহি ইউনিয়নের সাবেক বিএনপি চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের কবরে জিয়ারত করেছেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—
প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
নেতৃবৃন্দ মরহুম আব্দুল মান্নানের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
