
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর ৫ম দিন রাতে কুলখানির আয়োজনকালে বিদ্যুস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, মায়ের কুলখানির জন্য আনুমানিক রাত ১১ টায় জবাইকৃত গরু’র রক্ত পরিষ্কার করার সময় নারিকেল গাছে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশতা এ দূর্ঘটনা ঘটে। মরহুমের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
মরহম মো. আবুল হোসেনের বাড়ি ঘিরে শত শত মানুষের ভিড়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা আর কান্নার রুল পড়েছে।
জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক জানিয়েছেন।
