
জামালপুর সংবাদদাতাঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে তারুণ্যের শক্তি ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জামালপুর জেলা পর্যায়ে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর বুধবার জামালপুর জিলা স্কুল মাঠে দিনব্যাপী অনু্ষ্ঠিত সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ১-১ গোলের পর ট্রাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে বকশীগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।
তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনু্ষ্ঠিত খেলা ছিল প্রতিযোগিতাপূর্ণ।
