
সঞ্জয় শীলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্ত্বরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান “নবীনগরনামা’র উদ্যোগে সবে মিলে গাই দেশের গান স্লোগানে বিজয় দিবস উপলক্ষ্যে কথা, কবিতা, গান ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসটি উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীনগর উপজেলা শাখার সভাপতি ও ধানের শীষের নমিনেশন প্রাপ্ত এমপি পদ প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ-গাজী, বীরাঙ্গনাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” সমবেত কন্ঠে গেয়ে এক মিনিট নিরবতা পালন করেছেন। পরে গান, কবিতা আবৃত্তি, পুথিঁ, অনুপ্রেরণামূলক খন্ড নাটক ও স্মৃতিচারণ করা হয়েছে। এ সময় শিশুশিল্পী, কবি-সাহিত্যিক, সামাজিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, নবীনগরনামা সংগঠনের সদস্যরাসহ স্থানিয়রা উপস্থিত ছিলেন।
নবীনগরনামা ২০১২ সালে বর্তমানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সংস্কৃতিকর্মী আশরাফুল হকের হাত ধরে গড়ে উঠে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নানা ধরনের সামাজিক, সাংস্কৃতি ও সেবামূলক কাজ করে আসছে।
