
রনি আহম্মেদ নিপুলঃ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে বুকে লালন করে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বি.এম হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. কামাল হোসেন, মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লুৎফর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
