
মোঃ আরিফুল ইসলাম:
যশোরের শার্শার ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশুরা রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৫ টার সময় ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৬নং ওয়ার্ডের কন্যাদহের
বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সহ সভাপতি জমাত আলী মেম্বার, সহ সভাপতি শামসুর রহমান বিষে,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,উপজেলা বিএনপির সদস্য সাইফুর রহমান মিলন।
আরও উপস্থিত ছিলেন,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস,ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান, যুবদল নেতা লালটু বিশ্বাস, যুবদল নেতা আশানুর রহমান সহ ০৯নং উলাশী ইউনিয়ন বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
