
সঞ্জয় শীল:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া ৫ নং ওয়ার্ডের হল পাড়ায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদর জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নান উপস্থিত স্থানিয় নেতাকর্মীসহ সকলের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার দরখাস্ত ও অফিস উদ্বোধন করেন। তিনি আরো বলেন, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ধারা গতিশীল করতে ও নিজেদের মধ্যে ঐক্যের লক্ষ্যে কাজ করুন। পরে মুফতি ওমর ফারুক দোয়া পড়েন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানিয় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি হাজী আবুল খায়েরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শিরণ, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক স্বপন, মো. সজিব মিয়া, মো. মনিরুজ্জামান মনির হোসেন, বিপ্লব সরকার, বাবুল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কবি অনন্ত হিরা, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সাজ্জাদ হোসেন ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।
