
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং (রাজ-৪৯৪) এর কার্যালয় জামায়াত কর্তৃক দখলের প্রতিবাদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬শে নভেম্বর বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ লিখিত বক্তব্য পাঠ করেন, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সহ সভাপতি আজাহার আলী,সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম,সাদেকুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ সাহেদ আলী,দপ্তর সম্পাদক আরিফ মিয়া,প্রচার সম্পাদক রাজা মিয়া,ক্রীড়া সম্পাদক জাকারিয়া আলম জলিল,কার্যকরি সদস্য লুৎফর রহমান,রাজু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ৷
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মোশফেকুর রহমান রিপন জানান,পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং – রাজ ৪৯৪ এর কার্যনির্বাহী কমিটির বিগত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর হতে সংগঠনের সাধারণ সম্পাদক পলাতক থাকায় ও সংগঠনের সভাপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় গত ১৯শে সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সংগঠনটির আয়োজনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. মোশফেকুর রহমান রিপন’কে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল মোত্তালিব সরকার বকুল’কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের দায়িত্ব ও কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করছেন মোশফেকুর রহমান রিপন ও আব্দুল মোত্তালিব সরকার বকুলের নেতৃত্বে বর্তমান কার্যনির্বাহী কমিটি৷
এ কমিটি গঠনের পর হতে স্থানীয় জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন মিয়ার নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়ায় পেশিশক্তি খাঁটিয়ে বিগত পহেলা জুন ২০২৫ ইং তারিখে পলাশবাড়ীতে অবৈধ ভাবে একটি তলবী সভা কার্যক্রম পরিচালনা করে,যা শ্রম দপ্তর রাজশাহী বাতিল ও অবৈধ ঘোষণা করেন।
এরপরেও আবারো গত ১৬ই নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী বরাবর তলবী সভার জন্য প্রতিনিধি চেয়ে শ্রম দপ্তর রাজশাহীতে আবু তাহের ড্রাইভার আবেদন করেন। এ আবেদনের ভিক্তিতে শ্রম দপ্তর রাজশাহী কর্তৃক তদন্ত সাপেক্ষে গত ২৪শে নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী এক পত্রে উক্ত তলবী সভা আহবানকারী আবু তাহের ড্রাইভারের আবেদনটি বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন৷
রাজশাহী শ্রম দপ্তর বারবার আবেদন করে কোন প্রকার বৈধতা না পেয়ে পেশিশক্তি খাঁটিয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং -৪৯৪ এর চলমান কমিটি নিয়ে নানাভাবে ষড়যন্ত্র ও শ্রমিকদের মাঝে দাঙ্গা সৃষ্টির পায়তারা করছেন৷ তারা বলেন,আমাদের গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় খাইরুল ইসলাম চান ও আবু তাহের ড্রাইভারের নেতৃত্বে দখল করা হয়েছে৷ এমতবস্থায়;আমরা শ্রম দপ্তর রাজশাহী,গাইবান্ধা জেলা প্রশাসন,গাইবান্ধা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাচ্ছি যে,অবৈধভাবে বারবার সংগঠনের মাঝে বিশৃংখলা সৃষ্টিকারী ও অফিস দখলকারী চিহৃিন্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছি৷।
