
সঞ্জয় শীল:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি’র হাইস্কুল মার্কেটস্থ কার্যালয়ে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আপনারা অপ-প্রচারে কান দিবেন না, ধানের শীষের জয়ে কাজ করুন। কোন অপ-প্রচারই ধানের শীষের কোন ক্ষতি করতে পারবে না। ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের জনপ্রিয়তায় বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ধানের শীষ জয়ী হবেন। কতিপয় আওয়ামী লীগের দালালদের অপ-প্রচার ও ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারবে না।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
এ সময় নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
