
টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল রোডে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর সার্ভিস সেন্টার ও এজেন্সি অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ রহমত উল্লাহ দিদার, উন্নয়ন প্রধান ডিভিপি সামছুল আরেফিন সোহেল, শ্রীনগর এজেন্সি অফিস ইনচার্জ এভিপি আমজাদ হোসেন, মুন্সীগঞ্জ এজেন্সী অফিস ইনচার্জ এজিএম মো. জাহাঙ্গীর আলম, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম, মিরাজ হোসেন শেখ, খালেদ হোসেন স্বপন, আবুল কালাম, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম নিকশন, ইউনিট ম্যানেজার শহিদুল ইসলাম ও আল ইসলাম মো. ফারুক।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী দেশের বীমা খাতে এক বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সঞ্চয়ের নিশ্চয়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ে বীমা দাবী নিষ্পত্তি ও গ্রাহকসেবায় ডেল্টা লাইফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
