 
        
রহিমা খাতুন,তেরখাদা,খুলনা।।
খুলনা-০৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, বিশিষ্ট বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেছেন,
বিএনপি হলো জনগণের দল। এ দল সবসময় মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।”
তিনি আরও বলেন, আমরা একটি সোনার বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে, কৃষক পাবে ন্যায্য মূল্য, তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
বিএনপি নেতা পারভেজ মল্লিক মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ,তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা দেলোয়ার হোসেন দিলু, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরখাদা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা আবু খায়ের,তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক ক্ষুদ্র ও কুঠির শিল্প সম্পাদক শেখ লালিম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো: আজিজ, চৌধুরী সবুজ, জুয়েল, এনামুল শেখ, আসাবুর রহমান, বাবু চৌধুরী, সাবু শেখ, সোহেল, ছাত্র নেতা মো: জিহাদ শেখ প্রমুখ।

 
         
         
        