
আপন সরদার, টঙ্গীবাড়ী সংবাদদাতা।।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ এবং এলাকার বেহাল রাস্তাঘাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তিনি সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সম্পর্কে তিনি অবগত হন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের আশ্বাস দেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ব্যবহৃত ইট টেস্টিংয়ের জন্য প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনের সময় ইউএনও মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকভাবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি। তাই এ ক্ষেত্রে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না।”
এছাড়া স্থানীয়দের অনুরোধে তিনি গ্রামের প্রধান রাস্তাসহ আশেপাশের মাদরাসা ও কবরস্থানের সংযোগ সড়ক ঘুরে দেখেন। রাস্তাগুলোর করুণ অবস্থা ও চলাচলে দুর্ভোগের কথা শুনে তিনি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “জনগণের মৌলিক সমস্যা সমাধানে প্রশাসন সদা সচেষ্ট। সরেজমিনে এসে এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা ইউএনওকে স্বাগত জানান এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাঁর উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, সিংহের নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ চলমান রয়েছে, যেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে এখন স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছে।
