

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)।।
“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, সোনালী ব্যাংক সালথা শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি টিপু সুলতান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাজীব পাল, সালথা ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল জলিল প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুলের ছাত্র /ছাত্রী উপস্থিত ছিলেন।