

টঙ্গীবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধাকে মারধর
টঙ্গীবাড়ি প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাইলী(৬০) বেগম নামের এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রতিবেশী খোকা মোল্লা গংদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত লাইলী বেগম রবিবার (৫অক্টোবর) টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন। লাইলি বেগম টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মোল্লার স্ত্রী।
আহত বৃদ্ধা লাইলী বেগম এর ছেলে রাসেল মিল্কি বলেন, আমাদের প্রতিবেশি খোকা মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লা,ছাইফুল মোল্লা, খোকন মোল্লার স্ত্রী নুরুন্নাহার ও ভারাটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর শিকদার আজ (৫অক্টোবর) সকাল ৮ টার দিকে আমাদের বাড়িতে এসে বসত বাড়ি ভাংচুর করে দখলে নিতে চায়। পরে আমার মা বাধা দিলে উল্লেখিত ব্যক্তিরা আমার মা কে মারধর করে। এরপর আমার বাবা ও আমি আমার মা কে রক্ষা করতে গেলে তারা আমাদেরকও মারধর করে। পরে আমাদের আত্মচিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের কে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
অভিযুক্ত খোকা মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। আরেক অভিযুক্ত জাহাঙ্গীর শিকদার বলেন, আমার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের কে মারধর করিনি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।