

সালথা(ফরিদপুর) সংবাদদাতা।।
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আটঘর ইউনিয়ন, সাবেক ২নং ওয়ার্ড, ৫ নং ইউনিট এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে আহাদ শেখ এর বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মুরাদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম,সামাদ মাতুব্বর,ইব্রাহীম মেম্বার,হাসমত খান, জাহিদ মোল্লা,জাহাঙ্গীর শেখ, জাকির,মোজাফফর, আদু, আনিচ মেম্বার, মোনায়েম খান, জামির খান, মিরাজ মাতুব্বর ,সোহাগ মোল্যা,লোকমান ফকির,সহ সাবেক ২নং ওয়াডের সকল জনগন উপস্থিত ছিলেন।
নেতা কর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে হবে।
আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ফরিদপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মাহফুজ খান।