

মাদারীপুর প্রতিনিধি।।
পলিথিন, পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জেলার হোটেল, রেস্টুরেন্ট মালিকদের নিয়ে সোমবার সকাল ১১ টায় মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পলিথিন ব্যবহারে পরিবেশের বিভিন্ন দিক ক্ষতির বিষয়ে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম শরীফুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের স্যাম্পল কালেক্টর রাসুল ইয়া বারী কামাল, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কে এম হাবিবুর রহমান, জেলা রেস্টুরেন্ট কল্যাণ সমিতির সভাপতি মো. শরীফুল ইসলাম মাসুদ, সহসভাপতি সাংবাদিক মনজুর হোসেন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল ও মিস্টির দোকানের মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যরা পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ব্যাবহারের বিষয়ে সকলকেই আরও সচেতন থাকার কথা বলেন।