

তেরখাদা সংবাদদাতা।।
খুলনা -০৪ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, তেরখাদা উপজেলার বারাসাত নিবাসী পারভেজ মল্লিক এর পক্ষে আজ দিনব্যাপী তেরখাদা উপজেলার পাতলা বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচার প্রচারণা অভিযান পরিচালিত হয়। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয়। প্রচার প্রচারণা চালানোর সময় পারভেজ মল্লিক এর পক্ষে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কে, এম, মোস্তাক আহমেদ, শেখ রবিউল ইসলাম,শেখ লালিম, মোঃ গোলজার আলম, সবদার জিয়াউর রহমান, মোঃ আরিফ শেখ, মোঃ দেলোয়ার হোসেন,আঃ আজিজ,বাহার মোল্লা ও সবুজ চৌধুরী।