

জামাল উদ্দীন, কক্সবাজার।।
কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে
অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটার গান), পাঁচ রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা দুইজন হলেন— শাহ আলম (২৫) ও কেফায়েত উল্লাহ (২৩)। তারা নয়াপাড়া ক্যাম্প-২৬ এক্সটেনশন ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সশস্ত্র ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’
এঘটনায় আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি আর্মস অ্যাক্ট ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা